More

    উজিরপুরে পোস্ট অফিসের বেহাল দশা,ভাড়া ঘরে চলছে সেবা কার্যক্রম, ভোগান্তিতে গ্রাহকরা

    অবশ্যই পরুন

    উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা সদর পোস্ট অফিসের সেবা কার্যক্রম দীর্ঘ ৬ বছর যাবৎ চলছে একাধিক ভাড়া বাসায়। ২০১৯ সালে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে পুরাতন ভবনের সংস্কার কাজের টেন্ডার হলেও ঠিকাদার ৫০ ভাগ কাজ শেষ না করেই উধাও হয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা যায় উজিরপুর বাজারের শেষ প্রান্তে একটি দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় ভাড়া বাসায় চলছে কার্যক্রম।

    খুজে পেতেও সময় লাগে দুএকদিন। সুউচ্চ চিকন খাড়া সিঁড়ি দিয়ে বয়স্ক গ্রাহকেরা চরম ভোগান্তির স্বীকার হয়। দেশের সবচেয়ে বিশ্বস্ত ও প্রাচীন সেবা কার্যক্রমের অন্যতম প্রতিষ্ঠান এটি। সরকারি সকল ডকুমেন্ট, পরীক্ষার খাতা, মেয়াদি হিসাব, সঞ্চয়ী হিসাব সহ গুরুত্বপূর্ণ কাগজ পত্র আদান-প্রদান করে থাকেন এই প্রতিষ্ঠান। আর এটি রয়েছে বর্তমানে অনিরাপদ। উপজেলা পোস্ট মাস্টার আঃ লতিফ জানান ২০১৯ সালে ৪৪ লক্ষ ৮৬ হাজার টাকা ব্যায়ে ভবনের সংস্কারকাজ শুরু হয়।

    কিন্তু অদ্যাবধি কাজের ৫০ ভাগ ও শেষ হয়নি। ঠিকাদার উধাও হয়েছেন। গ্রাহকদের অনেক কষ্ট হচ্ছে। ৬ বছর যাবৎ ভাড়া বাসায় অফিস করছি। বরিশাল বিভাগীয় পোস্ট অফিসের পরিদর্শক প্রশাসন মোঃ মোশারেফ হোসেন জানান, ডিজি অফিস কাজ দেখভাল করছেন। ঠিকাদারা তাদের কথা শুনছেনা।

    উজিরপুর, বানারীপাড়া,বাবুগঞ্জ, কাউখালি সহ অনেক পোস্ট অফিসের কাজ বর্তমানে বন্ধ রয়েছে। এ ব্যাপারে প্রধান কার্যালয়ে রিপোর্ট দেওয়া হয়েছে। বরিশাল বিভাগীয় ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মোঃ মঞ্জুর আলম ফোন রিসিভ করেননী। ঠিকাদার মোঃ জালাল হোসেন জানান, বিভিন্ন কারণে কাজ শেষ করতে পারিনি। ডিসেম্বরে প্রোজেক্ট শেষ হয়েছে।

    কাজে লোকসান হবে, তারপরেও চেষ্টা করছি। তবে কবে শেষ করবেন কিছুই বলতে পারেন না। গ্রাহক রিফাত আরা বলেন ভাড়া বাসার অফিসে আসতে খুব কষ্ট হয়। দ্রুত স্থায়ী ভবনে কার্যক্রম চালু করার দাবী জানান। অফিসে স্থায়ী নাইট গার্ড,পরিচ্ছন্নতা কর্মী, সহকারী পোস্ট মাস্টার, কম্পিউটার অপারেটর সহ অনেক পদই শূন্য রয়েছে।

    স্থানীয় বাসিন্দা ফিরোজ আহম্মেদ জানান পোস্ট অফিসের বিভিন্ন সমস্যা সমাধান সহ সংস্কার কাজ দ্রুত শেষ করার জন্য উদ্ধোতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সময় পেরোলেও অটুট বন্ধন—কুয়াকাটায় গলাচিপার এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের মিলনমেলা

    গলাচিপা উপজেলা প্রতিনিধি: “আমরা আমাদের, আমরা বন্ধুত্বের”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপা উপজেলার এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের...