More

    ভোলা লালমোহন নাঈম ইলেকট্রনিকসের মালিক নাঈম ভোলায় ৫ কেজি গাঁজাসহ আটক

    অবশ্যই পরুন

    জে এইচ রাজু ,স্টাফ রিপোর্টার: ছবি ও সংবাদটি দেখে বিস্মিত হয়ে গেলাম। এটা কী করে সম্ভব। উনি কি লালমোহনের সেই নাঈম। যিনি ‘নাঈম ইলেকট্রনিক্স’ নামে পরিচিত। লালমোহন চৌরাস্তায় কত বড় ইলেকট্রনিক্স দোকান, পরে অটো রিকশার শোরুমের মালিক।

    তার ব্যবসার পরিধি আরো বাড়িয়ে চরফ্যাশনেও অটো রিকশার বিশাল শোরুম দিলেন। ব্যবসার সুবাদে বর্তমানে চরফ্যাশন পৌরসভার ৪ নং ওয়ার্ডের ভদ্রপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। ব্যবসাই ছিলো তার পেশা।

    সেই নাঈম আজ এমন সংবাদের শিরোনামে থাকবে! আশ্চর্য হওয়ারই কথা। বিষয়টি আরো নিশ্চিত হবার জন্য ভোলা সদর থানায় ফোন দিলাম। ওসি সাহেব জানালেন তিনি লালমোহনের নাঈমই।

    গতকাল বৃহস্পতিবার ভোর রাতে ভোলা শহরের উকিলপাড়া এলাকা থেকে ৫ কেজি গাঁ/জা সহ আ/ট/ক হয়। ওই সময় ইলিশা থেকে চরফ্যাশন যাওয়ার পথে নাঈমকে সন্দেহজনকভাবে আ/ট/ক করা হয়। পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে পাঁচ কেজি গাঁ/জা জব্দ করেন।

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ভোলা সদর মডেল থানায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম সংবাদ সম্মেলনেও বিষয়টি নিশ্চিত করেন।তাকে মা/দ/ক আইনে মা/ম/লা দিয়ে জে/ল/ হাজ/তে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝটিকা মিছিল থেকে আ’লীগের ৩০০০ নেতা-কর্মী গ্রেপ্তার

    চলতি বছর রাজধানীতে ঝটিকা মিছিল থেকে প্রায় তিন হাজার আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন...