পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যালী বের হয়ে পিরোজপুর জাতীয় ঈদগাহ মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পিরোজপুর জেলা বিএনপি’র কার্যালয়ে গিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেট আকরাম আলী মোল্লার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নিজামউদ্দিন সরদার, সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, সাবেক সাধারণ সৈয়দ সাব্বির আহমেদ, অ্যাডভোকেট খায়রুল বাসার শামীম।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

