পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর অটো রিকশা চালক হৃদয় পহলান হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮, বরিশাল।
র্যাব-৮ সূত্রে জানাজায়, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে পিরোজপুর সদর উপজেলার উত্তর মিঠাখালী এলাকায় অভিযান চালিয়ে মঠবাড়িয়ার অটো রিকশা চালক হৃদয় পাহলান হত্যা মামলার প্রধান আসামি রিয়াদ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
আসামি রিয়াদ হাওলাদার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হারজি নলবুনিয়া গ্রামের এমাদুল হাওলাদারের ছেলে। গ্রেফতারের পরে তাকে বরিশাল মহানগর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ২১ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে হৃদয় পহলান (১৭) তার ইজিবাইক নিয়ে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওইদিন বিকেল ৫টা ৪৫ মিনিটে তিনি শেষবার তার বাবাকে ফোন করে জানান, তিনি মঠবাড়িয়া স্ট্যান্ডে আছেন। এরপর থেকে হৃদয়ের ফোন বন্ধ হয়ে যায়।
উপজেলার আলমগীর হোসেনের ছেলে হৃদয় ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পরদিন তার বাবা আলমগীর হোসেন মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ২২ অক্টোবর অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে হৃদয় ও ইজিবাইকের মুক্তিপণ বাবদ ৪২ হাজার টাকা দাবি করে।
তার পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মঠবাড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বহেরাতলা-আলগী পাতাকাটা সড়কের পাশে খালের ধারে বিছানার চাদর ও প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় হৃদয়ের মরদেহ উদ্ধার করে। এসময় হৃদয়ের গলা কাটা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়।
হত্যার পর ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
বিষয়টি র্যাবের নজরে এলে তারা ছায়া তদন্ত শুরু করে র্যাব এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রিয়াদ হাওলাদারের সম্পৃক্ততা নিশ্চিত হয়। এ বিষয়ে বরিশাল র্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের মাধ্যমে মামলাটি অগ্রগতি লাভ করেছে। অপর আসামিদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে।

