More

    সেন্ট মার্টিন খুলছে,কিন্তু পর্যটক যাওয়া নিয়ে সংশয়

    অবশ্যই পরুন

    টানা নয় মাস বন্ধ থাকার পর অবশেষে সেন্ট মার্টিনে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আগামীকাল পহেলা নভেম্বর। কিন্তু পর্যটকদের এখনই সেখানে যাওয়া হবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

    এর কারণ হিসেবে সরকারি বিধিনিষেধকে দুষছেন পর্যটন খাত সংশ্লিষ্টরা। শেষ মুহূর্তে পর্যটকবাহী জাহাজ চালানোর সিদ্ধান্ত থেকেও সরে এসেছেন জাহাজ মালিকরা।

    মূলত সরকারি নির্দেশনায় নভেম্বর মাসে দ্বীপটিতে রাতে থাকার সুযোগ না রাখাসহ বাড়তি কড়াকড়ি আরোপের কারণেই এই জটিলতা তৈরি হয়েছে বলে মনে করেন পর্যটন খাত সংশ্লিষ্টরা।

    জাহাজ মালিকরা বলছেন, সেন্ট মার্টিন চালুর খবরে শুরুর দিকে পর্যটকদের কাছ থেকে বেশ সাড়া পেলেও বিভিন্ন নির্দেশনা দিয়ে সরকারের প্রজ্ঞাপন জারির পর আগ্রহ কমে গেছে।

    এছাড়া টেকনাফের পরিবর্তে কক্সবাজার থেকে জাহাজ ছাড়ার সিদ্ধান্তের কারণে দুরত্ব বেড়ে যাওয়ায় জাহাজের পরিচালনা খরচও অতীতের তুলনায় অনেকটা বেড়েছে বলেও দাবি তাদের।

    দীর্ঘদিন পর পর্যটকদের জন্য দ্বীপটি খুলে দেওয়া হলেও সরকারের বিধিনিষেধের কারণে খুব একটা লাভ হবেনা বলেই মনে করেন বাংলাদেশ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চার ক্যাম্পাসে শিবিরের ভূমিধস জয় রহস্যজনক: নুর

    গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিশ্ববিদ্যালয়গুলোর সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।  তিনি বলেন, ছাত্রদল ও...