More

    নির্বাচন শান্তিপূর্ণ রাখতে সরকারের সর্বাত্মক প্রস্তুতি: ইসি আনোয়ারুল

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিনিধি : নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। এবার আরপিওতেও সংশোধন আনা হয়েছে। রিটার্ণিং অফিসারের আইনি ক্ষমতা রয়েছে, রিটার্ণিং অফিসার যদি যৌক্তিক মনে করে কোনো একটি আসনের সবকটি সেন্টার বাতিল করে দিবে এবার আইনে তা অন্তর্ভূক্ত করা হয়েছে। তার অর্থ এই না যেনতেনভাবে একটি আসনের নির্বাচন বাতিল করে দিব।

    মনে রাখতে হবে, এ নির্বাচনের পিছনে একটি টাকা সাধারণ খেটে খাওয়া মানুষের টাকা। এ নির্বাচনে কোটি কোটি টাকা ব্যয় হবে, সেটার অপব্যবহার যাতে না হয়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে।’

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরুপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

    শনিবার সকাল ১০ টায় কুয়াকাটা পর্যটনকেন্দ্রের কোডেক ট্রেনিং সেন্টারের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলা নির্বাচন অফিস এ কর্মশালার আয়োজন করে।

    বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার ও নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রধান মুহাম্মদ মোস্তফা হাসান, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ প্রমুখ।

    নির্বাচন কমিশনার আরও বলেন, ‘এবারের নির্বাচনে পোষ্টার থাকবেনা, এবারের নির্বাচনে প্রিসাইডিং অফিসারের অনেক ক্ষমতা থাকবে। সে ক্ষমতাটা কী? প্রিসাইডিং অফিসার যদি বলে অ্যাসিসট্যান্ট রিটার্ণিং অফিসারকে বা উর্ধতন কর্তৃপক্ষে আমি সেন্টারের ফলাফল ঘোষণা পর্যন্ত ফলাফল দেয়ার মতো অবস্থায় ছিলাম না সুতরাং আমি সেন্টার বাতিল ঘোষণা করলাম। আমরা অ্যাকসেপ্ট করে নিব।’

    এ কর্মশালায় পটুয়াখালী জেলার কলাপাড়া, গলাচিপা, দশমিনা, মির্জাগঞ্জ, বাউফল, দুমকি, রাঙ্গাবালীসহ আট উপজেলার নির্বাচন কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের ৬০ জন কর্মকর্তা অংশগ্রহন করেন।

    নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার আগামী নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহবান জানান। মিথ্যা তথ্য, অপতথ্য, গুজব যাতে না ছড়ায় সে জন্য গণমাধ্যমকর্মীদেরও সহায়তা কামনা করেছেন তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলায় দোকান মহাজনকে হাতুড়ি দিয়ে গুরুতর জখম: আটক-৩

    অপরাধীদের দ্রুত শনাক্ত করে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি করেন ভুক্তভোগীরা। এর আগে সন্ত্রাসীরা চাঁদা চেয়ে প্রাণ নাশের হুমকি...