আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ “সাম্য সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমের সামনে গিয়ে শেষ। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় কর্মকর্তা মো. আফজাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক, উপজেলা বিআরডিপি চেয়ারম্যান মো. আক্তারউজ্জামান, সমবায়ী ফিরোজুর রহমান খান লালু, বিমল মল্লিকসহ প্রমুখ।
পরে সমবায় কাজে বিভিন্ন অবদান রাখায় পাঁচজন সমবায়ীয়ের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
