More

    চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলায় দোকান মহাজনকে হাতুড়ি দিয়ে গুরুতর জখম: আটক-৩

    অবশ্যই পরুন

    অপরাধীদের দ্রুত শনাক্ত করে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি করেন ভুক্তভোগীরা। এর আগে সন্ত্রাসীরা চাঁদা চেয়ে প্রাণ নাশের হুমকি দেয় ।

    আহতর মামা মিজানুর রহমান’র বরাতে জানা গেছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ৯নং ওয়ার্ডের কলেজ রোড খামার বাড়ির সামনে দোকান থেকে সানাউল্লাহ মিঠুকে ডেকে নেয় । রিমন(২২) পিতা- রোকোনুজ্জামান,রবিউ ইসলাম জিহাদ (২৩) পিতা -জাফর, আরিফ(২৪)সহ কয়েকজন সন্ত্রাসী এসে সানাউল্লাহ মিঠুকে নিয়ে অতর্কিত হামলা চালায়।

    তারা রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি তাকে গুরুতর আহত করে ১০ লক্ষ টাকা মুক্তিপন চান আহত মিঠুর মামার কাছে। এ খবর সুনে মামা মিজানুর রহমান ত্রীপল-৯৯৯ এ ফোনে বরগুনা থানা পুলিশের সহযোগিতা গুরুতর জখম অবস্থায় সানাউল্লাহ মিঠুকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। এবিষয়ে তিনজনকে আটক করা হয়েছে।

    আহত সানাউল্লাহ মিঠুর স্বজনরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,বাকি অপরাধীদের দ্রুত শনাক্ত করে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এর আগে সন্ত্রাসীরা চাঁদার চেয়ে বিভিন্নভাবে হুমকি দিতেছিলো।

    এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

    বরগুনা থানার কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন জানান, বিষয়টি আমি জেনেছি এবিষয়ে থানায় মামলা হয়েছে। তিনজন আটক হয়েছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে বিএনপির সদস্য ফরম নবায়ন উদ্বোধন

    মো. নাসির উদ্দিন ফকির লিটন কালকিনি প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য ফরম নবায়ন...