(বরিশাল) সংবাদ দাতা : বাকেরগঞ্জ জামাত ইসলামের ব্যাপক গণসংযোগ অব্যাহত রয়েছে। উপজেলা প্রকৃতি ইউনিয়নের গ্রাম অঞ্চলে জোড় কদমে এগিয়ে চলছে ইসলামের পক্ষে ব্যাপক গণসংযোগ। দৈনিক গণসংযোগের অংশ হিসেবে উপজেলার ভরপাশা ইউনিয়নের লক্ষ্মীপাশা বাজার থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামির নির্বাচনি গণসংযোগ কর্মসূচি শুরু হয়।
২ অক্টোবর রবিবার বিকেল ৪ টায় শুরু হওয়া জামাতে ইসলামির গণসংযোগ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামির মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, বাকেরগঞ্জ উপজেলা আমির অধ্যাপক ফিরোজ আলম, ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি ও ১১নং ভরপাশা ইউনিয়নের জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মো: মোস্তাকুর রহমানসহ ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
কর্মসূচিতে নেতারা জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের চলমান পরিস্থিতি ও দলীয় কার্যক্রম সম্পর্কে মতবিনিময় করেন।
