বরিশালের উজিরপুর উপজেলা বামরাইল ইউনিয়নের ঝুঁকিপূর্ণ সেতুটি নির্মাণের দাবিতে মানববন্ধন ও উপজেলা প্রশাসনের বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা বাসদের আহ্বায়ক কমরেড মো. আবুল কালাম মাস্টরের সভাপতিত্বে ও সদস্য সচিব কমরেড মঞ্জুর আলমের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমিটির সদস্য কমরেড সাগর দাস, বরিশাল জেলা শ্রমিক ফ্রন্টের সদস্য কমরেড আব্দুর রাজ্জাক,মহিলা ফোরামের সভাপতি কমরেড লাখি বেগম, ওটরা ইউনিয়নের আহ্বায়ক কমরেড হরিদাস রায়, সদস্য সচিব কমরেড খোকন গাজী, বামরাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতা ও স্থানীয়রা। বক্তরা বলেন, বরিশাল থেকে ঢাকা যাওয়ার একমাত্র সড়কের বামরাইল বাসস্ট্যান্ডের সেতুটি ফাটল ধরেছে।
প্রশাসন সেতুটি সংস্কার ও নির্মাণ না করে বালুর বস্তা ফেলেছে। ঝুকিপূর্ণ সেতু দিয়ে শতশত গাড়ি চলাচল করে, এতে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সেতুটি দ্রুত নির্মাণ করে দুর্ঘটনা থেকে মানুষের জীবন বাচানোর দাবি জানান তারা। মানববন্ধন শেষে উজিরপুর সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মহেশ্বর মণ্ডলের কাছে স্মারকলিপি পেশ করেন।
