বাকেরগঞ্জ সংবাদদাতা : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাকেরগঞ্জ ৬ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য পদ প্রার্থী হিসাবে সাবেক এমপি বরিশাল জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান নমিনেশন পাওয়ায় উপজেলা বিএনপির পক্ষ থেকে গন সংবর্ধনা দেওয়া হয়েছে।
৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ছয় টায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে বাকেরগঞ্জ জেএসইউ মডেল হাইস্কুল মাঠে আলোচনা সভার মঞ্চে উপজেলা বিএনপির আয়োজনে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।
আবুল হোসেন খান বিএনপি থেকে মনোনয়ন পাওয়ায় পর নিজ নির্বাচনি এলাকায় আসার খবরে আনন্দে উদ্বেলিত ওঠে কর্মী সমর্থকরা।
এর আগে বরিশাল থেকে সড়ক পথে আসার খবরে আবুল হোসেন খানকে রিসিভ করতে জুমার নামাযের পর পরই বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বার আউলিয়ার মাজার গেট পর্যন্ত গোটা সড়ক লোকে লোকারন্য হয়ে যায়।
হাজার হাজার কর্মী সমর্থকের উপস্থিততে খোলা জীপে আরোহন করে তিনি পৌর সভার প্রধান সড়ক হয়ে জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তৈরিকৃত মঞ্চে আসেন।এসময় রাস্তার দুই পাশে হাজার হাজার লোক হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপি, ইউনিয়ন ও পৌর বিএনপি, যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল নেতৃবৃন্দ সহ কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
