More

    কলাপাড়ায় আদালতের নির্দেশনা উপেক্ষা করে বাড়ির সীমানা পিলার উপড়ে ভাঙচুরের অভিযোগ— ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :  আদালতের নিষেধাজ্ঞার আদেশ উপেক্ষা করে বাড়ির সীমানা পিলার উপড়ে পানির লাইন ভাঙচুর করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করার দায় এনে আইনি প্রতিকার চেয়ে আব্দুল জলিল নামের এক ব্যক্তি কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ করেছেন। বুধবার বেলা ১১ টায় এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল জলিল জানান, তিনি আমমোক্তার নামার মাধ্যমে ২০১৯ সালে পাওয়ার অব আ্যাটর্নীমূলে মোট ১৭ দশমিক ৪২ শতক জমি তার স্ত্রী মরিয়ম আফরোজ এর নামে হস্তান্তর করেন।

    যেখানে বাসাবাড়ি করেন। ইতঃপূর্বে ২০২৪ সালের ৭ আগস্ট বসতঘর ভাঙচুর করা হয়। এ ঘটনায় কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়। বিজ্ঞ আদালত দোতরফা সূত্রে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। এই আদেশ উপেক্ষা করে আবারও ৯ নভেম্বর ২০২৫ বেলা ১১ টায় ফের একদফা হামলা চালিয়ে দা, ছ্যানা, হাতুড়ি নিয়ে সীমানা পিলার উপড়ে ফেলা হয়।

    পানির লাইন ভাঙচুর করা হয়। গাছপালা উপড়ে ফেলা হয়। এ ঘটনায় আব্দুল জলিল তার জমি ঘেঁষা নেছারুদ্দিন সিনিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো: নাসির উদ্দিন হাওলাদার সহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০—১২ জনকে আসামী করে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টে্রট আদালতে ১১ নভেম্বর ২০২৫ একটি মামলা করেন।

    আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই) কে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন। আবদুল জলিল বলেন, দলিলপত্র সবকিছু সঠিক থাকা সত্তে্ধসঢ়;বও তাঁকে। তার ক্রয় করা জমির বসতভিটা থেকে উচ্ছেদ করতে এখন আইন আদালত কোন কিছুই মানছেন না। তিনি এর প্রতিকার চেয়েছেন। এ ব্যাপারে অভিযুক্ত মাওলানা মো. নাসির উদ্দিন হাওলাদার গণমাধ্যম কে জানান, মাদ্রাসার ৭০ বছরের দখলকৃত জমি বিগত আওয়ামী লীগের আমলে দখল করেছে।

    সময়—সুযোগ হওয়ায় আমরা বেদখল হওয়া জমি উদ্ধার করেছি। আদালতে মামলা বিচারাধীন। কোর্টের নিষেধাজ্ঞার পরে কোন কিছুই করা হয়নি। এই সংবাদ সম্মেলনে ফজলুর রহমান শানু সিকদার ও এসএম নজরুল ইসলাম সিকদার উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, আওয়ামী লীগের আমলে মো. নাসির উদ্দিন ওই মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন। এনিয়ে ফজলুর রহমান শানু সিকদার অনিয়মের অভিযোগ তোলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিএনপি নেতা সাহেদের উদ্যোগে পাথরঘাটা হাসপাতালে আসলো ইসিজি মেশিন

    আরিফ তৌহীদ: পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি- বরগুনার উপকূলীয় উপজেলা পাথরঘাটার আড়াই লক্ষাধিক মানুষের একমাত্র সরকারি চিকিৎসাকেন্দ্র পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরে...