More

    বানারীপাডায় পৌর শহরে দিনদুপুরে দুঃসাহসিক চুরি

    অবশ্যই পরুন

    বরিশালের বানারীপাড়ায়  পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে মোঃশাহজাহান খলিফার বাসায় এ  দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, মূল্যবান জিনিসপত্র, নগদ  টাকা, নিয়ে গেছে। বানারীপাড়া পৌরসভার বায়তুল মোকাররম  জামে মসজিদ  সংলগ্ন ৩ নম্বর ওয়ার্ড়ের মোঃ শাহজাহান খলিফা ঢাকায় চাকরিরত। তার স্ত্রী মেয়ে ও নাতি নিয়ে বাড়িতে বসত  বিল্ডিংএ বসবাস করেন। বৃহস্পতিবার  (১৩ নভেম্বর ) দুপুর ২ টার দিকে
    তারা চিকিৎসার জন্য বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন।  তালাবদ্ধ  বিল্ডিং এর পিছনের দরজা ভেঙে দুর্বৃত্তরা বাসায় ডুকে  চুরির ঘটনা ঘটায়। শাহজাহান খলিফার স্ত্রী সেলিনা বেগম -মেয়ে শাকিলা ও নাতি নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে
    বিল্ডিংএ প্রবেশ করে দেখতে পায় ষ্টীলের আলমারির তালা ভাঙা কাপড়চোপড় ছড়ানে-ছিটানো। স্বর্ন টাকা ও মূল্যবান মালপত্র নেই।  ধারনা করা হচ্ছে প্রায় ৬-৮ লক্ষ টাকার মালামাল খোয়া গেছে।
    খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ বিকাল ৪ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ  করে। পুলিশ এবং স্থানীয়দের ধারনা স্থানীয় কিশোর গ্যাং ও চোর চক্রের অন্যত সদস্য  মোঃ রবিন(১৬)এ চুরির ঘটনা ঘটাতে পারে। ওই দিন বিকালে চুরি হওয়া বাসার অদূরে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে সন্দেহভাজন

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির মহোৎসব: হিসাব রক্ষণ কর্মকর্তার ‘১৫ কোটি টাকার’ সম্পদ নিয়ে তোলপাড়

    বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে দুর্নীতির অভিযোগে তোলপাড় চলছে। প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সহিদুর রহমানের বিরুদ্ধে সরকারিভাবে অর্জিত বেতনের...