More

    নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা: মাঠে থাকবে এক লাখ সেনা–স্বরাষ্ট্র উপদেষ্টা

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ৯ দিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। নির্বাচনের আগে পাঁচ দিন, ভোটের দিন এবং পরবর্তী তিন দিন নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করবে।

    শনিবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পটুয়াখালী সার্কিট হাউজে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, বর্তমানে প্রায় ৩০ হাজার সেনাসদস্য মাঠে দায়িত্ব পালন করছেন।

    নির্বাচনের সময় এই সংখ্যা বাড়িয়ে প্রায় এক লাখে উন্নীত করা হবে। পাশাপাশি মাঠে মোতায়েন থাকবে—প্রায় ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজার বিজিবি, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র‌্যাব, আনুমানিক সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য। আনসার সদস্যদের আধুনিক অস্ত্র ও বডিক্যাম সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

    তিনি আরও বলেন, “নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল বাহিনী পূর্ণ প্রস্তুতিতে রয়েছে।” সরকার পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, “এ দেশে কোনো তিনজন মানুষ সরকারের পতন ঘটায়নি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই পরিবর্তন এসেছে।

    আপনারা দেখেছেন, তারা কীভাবে দেশ ছেড়ে পালিয়েছে—এটি জনগণের রায়ের প্রতিফলন।” তিনি জানান, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের মামলার রায় ১৭ নভেম্বর ঘোষণা হবে। এ কারণে দেশজুড়ে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে রোজার আগেই অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

    মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইনস, কোস্টগার্ড বেইস, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ও নৌ পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। রাত্রীযাপন শেষে আগামীকাল বরিশাল হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    রাষ্ট্রীয় শোক: আতশবাজি-ফানুস-ডিজে পার্টি নিষিদ্ধ

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে। এ...