More

    যুবসমাজকে অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান ইসলামি আন্দোলন প্রার্থী আবুবকর সিদ্দিকের

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার : পটুয়াখালী-০৩ (গলাচিপা–দশমিনা) আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আবুবকর সিদ্দিক বলেছেন, দেশের ভবিষ্যৎ সুরক্ষায় সচেতনতা অত্যন্ত জরুরি। তিনি বলেন, “যে কোনো অন্যায়, দুর্নীতি ও স্বার্থবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে যুব সমাজকে সোচ্চার হতে হবে।”

    তিনি একই সঙ্গে দেশের স্বার্থ রক্ষায় উপস্থিত নেতাকর্মীদের প্রতি কঠোর হুঁশিয়ারিও উচ্চারণ করেন। ১৫ নভেম্বর ২০২৫, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত নবাগত সদস্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাজী মোসাদ্দেক বিল্লাহ রুমী, সাধারণ সম্পাদক, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ, পটুয়াখালী জেলা। তিনি নবাগত সদস্যদের সাংগঠনিক দায়িত্ব, শৃঙ্খলা ও নৈতিক সমাজ গঠনে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

    এছাড়া সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মদ আখতারুজ্জামান, সভাপতি, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ, গলাচিপা উপজেলা।

    নবাগত সদস্যদের সক্রিয় অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে, যেখানে সাংগঠনিক পরিকল্পনা, বর্তমান পরিস্থিতির বিশ্লেষণ এবং ভবিষ্যৎ করণীয় তুলে ধরা হয়। আয়োজকদের মতে, নতুন সদস্যদের যুক্ত হওয়ায় সংগঠন আরও শক্তিশালী ও কর্মমুখী ভূমিকা পালন করবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চরমোনাইতে কৃষকের গোয়ালঘর থেকে ৬ গরু চুরি

    বরিশাল সদর উপজেলার চরমোনাইতে মান্নান খান লাল নামের এক কৃষকের গোয়ালঘর থেকে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে নিঃস্ব...