More

    খাসেরহাটে অবৈধভাবে বালু উত্তোলন: মোবাইল কোর্টে সবুজকে ১ লক্ষ টাকা জরিমানা

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী খাসেরহাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সবুজ (৩৪) নামের এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

    বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে সংশ্লিষ্ট স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে মোবাইল কোর্ট তাৎক্ষণিকভাবে জরিমানা প্রদান করার নির্দেশ দেয় এবং ঘটনাস্থলেই জরিমানার টাকা আদায় করা হয়।

    অভিযান পরিচালনার সময় খাসেরহাট পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। স্থানীয় প্রশাসন জানায়, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লালমোহনে বিএনপির বিজয়ের লক্ষ্যে মহিলা দলের উঠান বৈঠক

     ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনের বিএনপির দলীয় প্রার্থী মেজর (অব.)...