আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষ্যে বরিশালের আগৈলঝাড়ায় ছোটোমণি নিবাসের এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার গৈলায় অবস্থিত বিভাগীয় বেবীহোম (ছোটমনি নিবাস) এর এতিম শিশুদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষ্যে ভাচুর্য়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল—১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি জহির উদ্দিন স্বপন। ঢাকা মেডিক্যাল কলেজের ড্যাবের সহ—দপ্তর সম্পাদক ও আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিবের সভাপতিত্বে ছোটোমণি নিবাসের এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসের সহকারী অফিসার মো. আবুল হোসেন, হাসপাতালের ষ্টোরকিপার মো. আজিজ হোসেন, দুলাল হোসেন, সাহিদা বেগম, সাংবাদিক এসএম শামীম, এইচএম মাসুম, বিকাশ রায় ও সাজিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বরিশাল—১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন বলেন, ১৯৬৫ সালের ২০ নভেম্বর এই দিন তারেক রহমান জন্মগ্রহণ করেন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কারাগারে।
যাওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে যুক্তরাজ্য থেকেই দায়িত্ব পালন করছেন তিনি। সেখান থেকে সব সময় ভাচুর্য়ালি দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন, নেতাকর্মীদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য। দিচ্ছেন।
