More

    টাকা নিয়ে ছেড়ে দিলেন স্থানীয় বিএনপি নেতারা আগৈলঝাড়ায় অসামাজিক কাজের সময় গৃহবধূসহ এক ব্যবসায়ী আটক

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় অসামাজিক কাজের সময় এক গৃহবধূসহ ধান ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয়রা। পরে ব্যবসায়ী সুশীল হালদারের কাছ থেকে সাংবাদিক, পুলিশের কথা বলে একলক্ষ টাকা নিয়েছে স্থানীয় বিএনপি নেতারা। ব্যবসায়ী বর্তমানে পলাতক রয়েছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ১নং ব্রিজ সংলগ্ন মো. বাবুর ঘরে ৫শত টাকায় অসামাজিক কাজের জন্য গৌরনদীর ধানডোবা থেকে এক গৃহবধূকে শনিবার রাতে ভাড়ায় আনেন বাকাল গ্রামের মৃত নিরাঞ্জন হালদারের ছেলে ধান ব্যবসায়ী সুশীল হালদার (৪৫)।

    তখন স্থানীয়রা টের পেয়ে ওই গৃহবধূসহ ব্যবসায়ীকে আটক করে স্থানীয় বিএনপি নেতা তারেক ফকির ও বেলাল ফকিরসহ ১০—১৫ জনের একটি দল। পরে ওই ব্যবসায়ী সুশীলকে নিয়ে যায় নগরবাড়ি গ্রামের সেকেন্দার আলী সরদারের ছেলে আশ্রাফুল আলম আলী সরদার।

    পরে আলী সরদার, তারেক ফকির ও বেলাল ফকির ১নং ব্রিজের ব্যবসায়ী হেমায়েত ফকিরের কাছে ৩০ হাজার টাকা দেয় সকলকে ম্যানেজ করার জন্য। এনিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এ ব্যাপারে ব্যবসায়ী হেমায়েত ফকির জানান, তারেক ফকির, বেলাল ফকির, আলী সরদার আমাকে ডেকে বলেন একলক্ষ টাকার পরিবর্তে ৩০ হাজার দিয়েছে সুশীল।

    সকলকে ভাগ করে দিয়ে দুই হাজার মিডিয়া কমীর্দের জন্য রাখা হয়েছে। এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, আমিও বিষয়টি শুনেছি। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঐতিহ্য ও জীবিকার মেলবন্ধন দেশের সর্ববৃহৎ নেছারাবাদ ভাসমান কাঠের বাজার

    সুমন দেবনাথ, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি:  পিরোজপুরের নেছারাবাদ(স্বরূপকাঠি) উপজেলার কয়েকটি চরে সুন্দরী কাঠ ও গোলপাতার সর্ববৃহৎ ভাসমান বাজার হিসেবে এক সময়ে...