More

    বরিশালে থেঁতলানো মুখ, হাত বিচ্ছিন্ন ও পেটকাটা অবস্থায় মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    বরিশালের মেহেন্দিগঞ্জে শহীদ নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার ১৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়নের মেঘারচর নামক পাতাবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শহীদ খা (৬৫) হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত জয়নাল খাঁ এর ছেলে। তিনি হোগলা পাতার ব্যবসা করেন।

    শহীদের মরদেহের মুখ থেঁতলানো, হাত বিচ্ছিন্ন, পেটকাটা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে। শহীদের ছেলে খবির হোসেন বলেন, আমার বাবা ২২ দিন আগে গোবিন্দপুর ইউনিয়নের মেঘারচরে হোগলা পাতা কাটার উদ্দেশে বাড়ি থেকে বের হন। চরে গিয়ে আমাদের জানান, তিনি পাতা কাটছেন।

    হঠাৎ গত ৩ দিন তার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যে নম্বর দিয়ে এতদিন যোগাযোগ করেছিলেন সে নম্বরটি বন্ধ বলছে। তাতে আমাদের মনে টেনশন দেখা দেয়। বৃহস্পতিবার সকালে ওই চরে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে থানা পুলিশ এসআই জহিরুল ইসলাম ও এসআই সুজন ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

    পুলিশের ভাষ্যমতে লাশটি ৩-৪ দিন আগের হবে। শরীরে পচন ধরেছে। এদিকে শহীদের সঙ্গে পাতা কাটতে যাওয়া সালাউদ্দিন বিষয়টি নিয়ে কাউকে কিছু বলছেন না। লাশ উদ্ধারের পর সালাউদ্দিন অসুস্থ দাবি করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

    মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত শহীদ খার মুখমণ্ডল থেঁতলানো ছিল, হাত বিচ্ছিন্ন, পেটকাটা ছিল। এ বিষয়ে তদন্ত চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে শয়তানের নিশ্বাস ছড়িয়ে ধর্ষণ

    ‘শয়তানের নিশ্বাস’ চক্রের কবলে পড়ে ইতোপূর্বে বরিশালে সর্বস্ব হারিয়েছেন বেশ কয়েকজন। এবার ঘটেছে আরও ভয়ংকর ঘটনা। শয়তানের নিশ্বাস ছড়িয়ে...