ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো: মাহমুদুল ইসলাম সাগর নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সভায় তিনি নিজের নির্বাচনী পরিকল্পনা ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।
সভায় লিখিত বক্তব্যে সাগর বলেন, তিনি গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এবং তাঁর নির্বাচনী প্রতীক ‘ট্রাক’। তিনি দাবি করেন, “এই ট্রাক উন্নয়নের পথে দুর্বার গতিতে এগিয়ে চলবে ইনশাআল্লাহ।” মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে বঞ্চনার অভিজ্ঞতা তাঁকে রাজনীতিতে আসতে উদ্বুদ্ধ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
সাগর বলেন, অতীতের জনপ্রতিনিধিরা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। সাধারণ মানুষের সঙ্গে দেখা করাই ছিল কঠিন। ঝালকাঠি ও নলছিটির মানুষের বহুদিনের দাবি সংযোগ সেতু নির্মাণ তাঁর নির্বাচনের পর সর্বপ্রথম কাজ হবে বলে জানান তিনি। তাঁর ভাষায়, “এই সেতু শুধু যাতায়াত সহজ করবে না, অর্থনীতি ও সামাজিক জীবনকেও গতিশীল করবে।”
দুর্নীতি দমনে শূন্য সহনশীলতার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, প্রশাসন ও উন্নয়ন কার্যক্রমে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। কৃষি খাতকে গুরুত্ব দিয়ে তিনি সার-বীজের ন্যায্যমূল্য, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষিপণ্যের বাজারব্যবস্থা উন্নত করার প্রতিশ্রুতি দেন।
মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে সাগর বলেন, “মাদক আমাদের তারুণ্যের ভবিষ্যৎ ধ্বংস করছে। মাদক ব্যবসায়ীদের গোড়া থেকে উৎখাত করা হবে।”
মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য বিশেষ সামাজিক সুরক্ষা কর্মসূচি গ্রহণের অঙ্গীকারও করেন তিনি। যাকাত ব্যবস্থাকে পরিবর্তন করে স্বাবলম্বী সমাজ গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন।
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে সাগর বলেন, “দুই-চার হাজার টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন না। একটি ভোট পাঁচ বছরের ভাগ্য নির্ধারণ করে।” তিনি দাবি করেন, তাঁর ঢাকায় বা বরিশালে কোনো বাড়ি নেই। নির্বাচিত হলে তিনি ঝালকাঠিতেই থেকে জনগণের পাশে থেকে কাজ করবেন।
মতবিনিময় সভায় গণঅধিকার পরিষদ ঝালকাঠি সদর উপজেলা আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য সচিব মিলন মাহমুদ, ছাত্র-অধিকার পরিষদ ঝালকাঠি পৌর শাখার সভাপতি রিয়াদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ঢাকা আলরাজি টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় ধাপে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। সেখানেই ঝালকাঠি-২ আসনে মাহমুদুল ইসলাম সাগরের নাম চূড়ান্ত করা হয়।
