বরিশাল জেলার উজিরপুরে মানবিক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলি সুজা গভীর রাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন।
শুক্রবার গভীর রাতে উজিরপুর উপজেলার বিভিন্ন স্থানে গরীব দুখী দুঃস্থ অসহায় শ্রমজীবী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন মানবিক ইউএনও মোঃ আলী সুজা। শীতের শুরুতেই বিভিন্ন এলাকায় যারা জীবিকা নির্বাহ করার জন্য পরিশ্রম করে যাচ্ছে ওই সকল শ্রমজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এদিকে শীতার্তরা শীতবস্ত্র কম্বল পেয়ে বেজায় খুশি হয়েছেন এবং উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজাকে সাধুবাদ জানিয়েছেন। উজিরপুরে এই প্রথম শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
