প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা উন্মুক্ত থাকবে। আর বন্ধের দিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বরিশাল বিভাগীয় বইমেলা। নয় দিনব্যাপী ওই মেলা চলবে ৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে বইমেলা বাস্তবায়নবিষয়ক প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। সভায় বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আহসান হাবিব, জেলা কালচারাল অফিসার তানবীর রহমান, বাংলাদেশী সাংস্কৃতিক জোটের আহ্বায়ক সাব্বির নেওয়াজ সাগর, সদস্য সচিব আযাদ আলাউদ্দীনসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পুস্তক প্রকাশক ও ব্যবসায়ী প্রতিনিধি। সভায় জানানো হয়, এবার বইমেলা অনুষ্ঠিত হবে নগরীর বেলস পার্কে।
মেলায় অংশ নেবে বিভিন্ন প্রতিষ্ঠানসহ শতাধিক স্টল। দর্শকদের জন্য বইমেলাকে আরো আকর্ষণীয় করতে বরিশাল বিভাগের কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, শিক্ষার্থীদের জন্য রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
মেলার সময়সূচিতে জানানো হয়েছে— প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা উন্মুক্ত থাকবে। আর বন্ধের দিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
