More

    রাজাপুরে খেলতে গিয়ে তারে গলায় ফাঁস আটকে ৪ বছরের শিশুর মৃত্যু

    অবশ্যই পরুন

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় খেলতে গিয়ে বিদ্যুৎবিহীন সোলারের তারে গলায় ফাঁস লেগে সাফওয়ান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার বড় কৈবর্তখালি গ্রামের ক্লাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত সাফওয়ান ওই গ্রামের মানিকের ছেলে। মানিক পেশায় একজন কভারভ্যানচালক। পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মানিক। এ সময় সাফওয়ান ঘরের ভেতর খেলাধুলা করছিল। খেলতে খেলতে এক পর্যায়ে ঘরের ভেতরে ঝুলে থাকা ব্যাটারিবিহীন ও বিদ্যুৎবিহীন সোলার বিদ্যুতের তার শিশুটির গলায় পেঁচিয়ে ফাঁস লেগে যায় বলে ধারণা করা হচ্ছে।

    রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে শিশুটির মৃত্যু শ্বাসরোধে হয়েছে বলে ধারণা পাওয়া গেছে। ঘটনার সময় শিশুটির মা ঘরে টেলিভিশন ও মোবাইল ফোন দেখছিলেন। এতে শিশুটির বোনসহ পরিবারের কেউই তাৎক্ষণিকভাবে বিষয়টি খেয়াল করতে পারেননি। পরে শিশুটিকে গলায় ফাঁস আটকানো অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ঘটনাটি দুর্ঘটনাজনিত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

    এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির অকাল মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

    বরিশালে আবাসিক হোটেলের কক্ষ থেকে এক বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় শহরের...