More

    নাজিরপুরে সিগারেটের টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর ও দোকান ভাংচুরের অভিযোগ

    অবশ্যই পরুন

    পিরোজপুরের নাজিরপুরে সিগারেটের দাম আগে চাওয়ায় তরিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে মারধর ও তার দোকান ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল কর্মীর বিরুদ্ধে।

    ২৬ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে উপজেলার চৌঠাইমহল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত দোকানদার বর্তমানে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

    অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠইমহল গ্রামের মৃত দেলোয়ার শেখের পুত্র ও স্থানীয় যুবদল কর্মী রিয়াজ শেখ (৩০) শুক্রবার দুপুরে চৌঠাইমহল বাসস্ট্যান্ডের ব্যবসায়ী তরিকুল ইসলামের দোকানে সিগারেট কিনতে যান। রিয়াজের কাছে ওই ব্যবসায়ীর পূর্বের বকেয়া টাকা পাওনা থাকায় ব্যবসায়ী তরিকুল এবার সিগারেটের দাম আগে চান। এতে ক্ষিপ্ত হয়ে রিয়াজ প্রথমে দোকানের চায়ের ফ্লাক্স ভেঙে ফেলেন এবং তরিকুলকে দোকান থেকে টেনে বের করে মারধর করে।এসময় তার সহোযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তরিকুলের দোকানে ব্যাপক ভাঙচুর চালায়।

    এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী তরিকুল জানান, যুবদলকর্মী রিয়াজের কাছে আমার দোকানের অনেক টাকা পাওনা রয়েছে তাই রিয়াজ আবার সিগারেট চাইলে আমি সিগারেটের টাকা নগত চাই।তাই সে ক্ষিপ্ত হয়ে আমাকে দোকান থেকে টেনেহিঁচড়ে বের করে মারধর করতে থাকে। এসময় বাজারের অন্য ব্যবসায়ীরা আমাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা সাস্থ কমপ্লেক্সে নিয়ে আসে।এসময় রিয়াজ সহ তার সাথে থাকা লোকজন আমার দোকানের ফ্রিজ ও আসবাবপত্র ভাঙচুর করে। তারা বলে এখানে ব্যবসা করতে হলে প্রতি মাসে আমাদের ২০ হাজার টাকা চাঁদা দিতে হবে।

    এ বিষয়ে অভিযুক্ত যুবদলকর্মী রিয়াজ শেখ জানান, ঝামেলাটা মূলত আমার সাথে না। এক কাস্টমারের সাথে ওই দোকানদার বাজে ব্যবহার করায় আমি প্রতিবাদ করেছি মাত্র। তাই সে আমার ওপর চড়াও হয় এবং আমাকে হেনস্তা করে। তার আত্মীয়দের সাথে আমার পূর্ব বিরোধ থাকায় পরিকল্পিতভাবে আমাকে বেইজ্জত করতে সে আমার ওপর চড়াও হয়েছে। আমি আত্মরক্ষার জন্য তাকে ধাক্কা দিয়েছি, সেই ধাক্কায় সে আঘাতপ্রাপ্ত হয়েছে।

    এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশীদ হাওলাদার জানান, আমি ছুটিতে ছিলাম তবে বিষয়টি সম্পর্কে অবগত হয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এ বিষয়ে ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কাঠালিয়ায় শাবল দিয়ে মাদ্রাসা ছাত্রীকে পিটিয়ে হত্যা

    সাকিবুজ্জামান সবুর, নিজস্ব প্রতিবেদক, কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়ায় পারিবারিক কলহের জেরে শাবল দিয়ে পিটিয়ে লামিয়া আক্তার(১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীকে...