More

    প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছাতে বানারীপাড়ায় আত্মপ্রকাশ হতে যাচ্ছে “সিটি ল্যাব”

    অবশ্যই পরুন

    সুমন দেবনাথ : “স্বাস্থ্যই সকল সুখের মূল” এই বার্তাকে আরো সহজ করার লক্ষ্যে বরিশালের বানারীপাড়ায় আধুনিক চিকিৎসা প্রযুক্তির সমন্বয়ে উন্নত সেবার লক্ষ্যে বানারীপাড়ায় “সিটি ল্যাব” মেডিক্যাল সার্ভিসেস সেন্টারের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। যার স্বত্বাধিকারী মিলন পাইক, তার ঐকান্তিক প্রচেষ্টা ও সার্বিক তত্ত্বাবধানে দীর্ঘদিন যাবৎ এই জনপদের মানুষকে সেবা প্রদান করে আসছেন।

    পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন হাইওয়ে রোডের পাশে একটি আধুনিক, স্বাস্থ্যকর পরিবেশে প্রতিষ্ঠিত মেডিক্যাল সার্ভিসেস সেন্টারটি অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত হবে। এর লক্ষ্য, এলাকার সাধারণ মানুষকে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদান করা। বানারীপাড়ায় স্বাস্থ্যসেবায় আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টার(পুরাতন নাম) সুপরিচিত এবং পরিক্ষিত বন্ধু, বর্তমানে “সিটি ল্যাব” মেডিক্যাল সার্ভিসেস সেন্টার নামে এবং নতুন ঠিকানায় পথচলা শুরু হবে খুব শীঘ্রই।

    এলাকাবাসীর স্বাস্থ্যসেবায় নির্ভুল টেষ্ট রিপোর্ট নিয়ে জনসাধারণের পাশে থাকার প্রত্যয়ে নতুন প্রতিষ্ঠান “সিটি ল্যাব” বাসস্ট্যান্ড সংলগ্ন, বানারীপাড়ায় এখন থেকে নিয়মিত স্বাস্থ্য সেবা পাওয়া যাবে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়, সর্বনিম্ন খরচে চিকিৎসা সেবা প্রদান এবং সকলের পাশে থেকে যেন মানুষের উপকারে আসতে পারে অত্র প্রতিষ্ঠানটি একারনে সবার দোয়া/আশির্বাদ প্রার্থনা করা হয়।

    “সিটি ল্যাব” এর স্বত্বাধিকারী মিলন পাইক বলেন, সেবামূলক প্রতিষ্ঠানটি শুধু চিকিৎসা সেবা প্রদান করবে না, এটি সমাজের প্রতি একটি মানবিক অবদান হিসেবেও কাজ করবে। যারা ঢাকায় বড় হাসপাতালে যেতে পারেন না, তারা এখান থেকে সুলভে আধুনিক চিকিৎসা সুবিধা পাবেন, যা গরীব ও অসহায় মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। আমাদের “সিটি ল্যাবে” ২৪ ঘন্টা MBBS ডাক্তার পাওয়া যাবে, এবং রয়েছে যেকোনো সময় সকল ধরনের পরীক্ষা এবং আল্ট্রাসনোগ্রাম করার সুবিধা।

    তিনি আরও জানান, সাধারণত উপজেলা পর্যায়ে একজন MBBS ডাক্তারের পরামর্শ ফি ন্যূনতম ৪০০-৫০০ টাকা নিয়ে থাকেন, একমাত্র আমাদের “সিটি ল্যাব” সবার জন্য এই পরামর্শ ফি সহজলভ্য করতে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত(শুক্রবার ব্যতীত) আমাদের নির্দিষ্ট টিকিটের মাধ্যমে পরামর্শ ফি নেয়া হবে মাত্র ২০০/- টাকা। এবং উক্ত টিকিটে উল্লিখিত পরিক্ষায় পাবেন সর্বোচ্চ ৩০% পর্যন্ত ডিসকাউন্ট।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নতুন বছর ২০২৬-কে প্রথম স্বাগত জানাল যেসব দেশ

    আতশবাজি ও উৎসবের আলোয় নতুন বছর ২০২৬-কে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড। স্থানীয় সময় মধ্যরাতে (গ্রিনিচ মান সময় ১১টা) রাজধানী অকল্যান্ডের...