বাকেরগঞ্জ সংবাদ দাতা : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের গেজেট প্রকাশ হলেও প্রথম দিনেই সরকারি নির্দেশ অমান্য করল বাকেরগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠান।
বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী তিন বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার থেকে ২ জানুয়ারি শুক্রবার ২০২৬ পর্যন্ত রাস্ট্রীয় ভাবে তিন দিনের শোক পালনের জন্য গেজেট প্রকাশ করে সরকার। এবং এই তিন দিন দেশের সকল সরকারি, আধাসরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করে টানানোর জন্য আদেশ জারী করা হয়।
কিন্তুু সরকারি আদেশকে বৃদ্ধাংগুলি দেখিয়ে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের দুটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তাদের উপর অর্পিত দায়িত্বের অবহেলার পরিচয় দিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্যামপুর কুমুদবন্ধু রায় চৌধুরী ( নাটু বাবু) মাধ্যমিক বিদ্যালয় দুটিতে রাষ্ট্রীয় নির্দেশে জাতীয় পতাকা টানানো নেই।
রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যুতে সরকার কর্তৃক নির্দেশ অমান্য করার ব্যাপারে শ্যামপুর কুমুদ বন্ধু রায় চৌধুরী ( নাটু বাবু ) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজামুল কাদিরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, পতাকা টানানোর ব্যাপারে উপজেলা অফিস থেকে তিনি কোন চিঠি পাননি, তবে আজকে টানাইনি আগামীকাল টানাবো।
এবং বিহারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি অসুস্থ থাকার কারণে স্কুলে যাইতে পারিনি এবং স্কুলের কাছাকাছি কাহাকেও পাইনি। তবে তিনিও আগামীকাল টানানোর প্রতিশ্রতি দেন।
এ ব্যাপারে বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে রাষ্ট্রীয় শোক পালনের জন্য নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে, তবে কেউ যদি ইচ্ছেকৃত ভাবে আদেশ অমান্য করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্হা নেওয়া হবে।
