More

    বরিশালে রহস্যজনকভাবে তিনদিন যাবৎ নিখোঁজ বায়েজিদ

    অবশ্যই পরুন

    রহস্যজনকভাবে নিখোঁজের তিনদিনের সন্ধ্যান মেলেনি যুবক বায়েজিদ হোসেনের (২৬)। তার কোন সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা এখন পাগল প্রায়।
    ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামের। এ ঘটনায় পহেলা জানুয়ারি সন্ধ্যায় নিখোঁজ যুবকের ভাই রফিকুল ইসলাম গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
    জানা গেছে, ওই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে বাকপ্রতিবন্ধী বায়েজিদ হোসেন গত ৩১ ডিসেম্বর বেলা বারোটার দিকে বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান মেলেনি।
    এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন-নিখোঁজ যুবক বায়েজিদ হোসেনের সন্ধান পেতে ইতোমধ্যে পাশ্ববর্তী থানাগুলোতে ম্যাসেজ পাঠানো হয়েছে। পাশাপাশি এ ব্যাপারে ইতোমধ্যে থানা পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাকেরগঞ্জে  লঞ্চঘাটের আনুষ্ঠানিক  উদ্বোধন করলেন নৌ – পরিবহন উপদেষ্টা। 

    বাকেরগঞ্জ সংবাদ দাতা :  বাকেরগঞ্জে লঞ্চঘাটের উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের  উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত)...