রহস্যজনকভাবে নিখোঁজের তিনদিনের সন্ধ্যান মেলেনি যুবক বায়েজিদ হোসেনের (২৬)। তার কোন সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা এখন পাগল প্রায়।
ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামের। এ ঘটনায় পহেলা জানুয়ারি সন্ধ্যায় নিখোঁজ যুবকের ভাই রফিকুল ইসলাম গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
জানা গেছে, ওই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে বাকপ্রতিবন্ধী বায়েজিদ হোসেন গত ৩১ ডিসেম্বর বেলা বারোটার দিকে বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান মেলেনি।
এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন-নিখোঁজ যুবক বায়েজিদ হোসেনের সন্ধান পেতে ইতোমধ্যে পাশ্ববর্তী থানাগুলোতে ম্যাসেজ পাঠানো হয়েছে। পাশাপাশি এ ব্যাপারে ইতোমধ্যে থানা পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করেছেন।
