More

    দুমকিতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

    অবশ্যই পরুন

    মেহেদী হাসান শান্ত, দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে পাগলা কুকুরের কামড়ে ৩০ জন আহতের ঘটনা ঘটেছে। আহতদের অধিকাংশই বৃদ্ধ, নারী ও শিশু। সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে উপজেলার রাজাখালী, থানাব্রীজ,পীরতলা বাজার, জলিশা, আনন্দ বাজার, লুথার্ন হেলথ কেয়ার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও গ্রামীন ব্যাংক সড়ক এলাকায় অন্তত ৩০ জনের অধিক পথচারীকে কামড়িয়ে আহত করেছে একটি কুকুর। আহতরা হলেন, আব্দুল্লাহ(১৯),তানিয়া(৩)উজ্জ্বল(২৫),ইউসুফ(৩২),মাহিনুর বেগম(৩৮), মফিজুর রহমান(৭০),তানিয়া(২৮),

    জব্বার ঘরামী(৬০), রিমা(২০), মনোয়ারা বেগম (৫৫),ফরিদা বেগম(৫০),বশির(২০), জব্বার ঘরামী(৬০) ও আঃ লতিফ খান(৯৫)। বাকীরা পটুয়াখালী ও বরিশালে চিকিৎসা নিচ্ছেন।

    আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে কুকুরটি দৌড়ে এসে লাফিয়ে লাফিয়ে শরীরের বিভিন্ন অংশে কামড়ে রক্তাক্ত করে। এতটাই হিংস্র সামনে যাকে পেয়েছে তাঁকেই কামড়িয়েছে।

    স্থানীয় বাসিন্দা মাসুদ সরদার জানান, আমরা পবিপ্রবি আনসার ও উপজেলা প্রানীসম্পদ কার্যালয়ের সহায়তায় কুকুরটিকে আটক করে মেরে ফেলতে সক্ষম হয়েছি।

    দুমকি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিক হাজরা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার ফোন পেয়ে স্থানীয়দের সহায়তায় কুকুরটিকে মেরে ফেলা হয়েছে। গৃহপালিত কুকুরগুলোকে যথাসময়ে ভ্যাকসিন দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

    দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জি এম এনামুল হক জানান, এ পর্যন্ত ১৭ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। সরকারি পর্যায়ে ভ্যাকসিনের সরবরাহ নাই। বিভিন্ন কোম্পানি থেকে রোগীর স্বজনরা ভ্যাকসিন সংগ্রহ করছেন। আমরা আহতদের চিকিৎসা দিয়ে যাচ্ছি।

    দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফরিদা সুলতানা জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রানীসম্পদ কার্যালয় ও আনসার সদস্যদের মাধ্যমে কুকুরটি সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে অমৃত লাল দে কলেজে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৪

    সংবাদদাতা , আতিফ হোসেন আরাফ :: বরিশাল সদর উপজেলার অমৃত লাল দে কলেজ এলাকায় স্থানীয় বাসিন্দা ও কলেজ শিক্ষার্থীদের...