আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুরের নাজিরপুরে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের এক বিশেষ যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী প্রস্তুতি ও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়। নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান দুলাল-এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আবু হাসান খান-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন।পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম কিসমত। জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান মিঠু।
জেলা বিএনপির সদস্য ও সরদার কামরুজ্জামান চান। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তৌহিদুল ইসলাম। জেলা জাসাসের সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল করিম লিটন, যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম ফরাজী, সদস্য মোঃ হিরুয়ার রহমান মোল্লা। সভায় বক্তারা বলেন,”আগামী নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এই লড়াইয়ে জয়ী হতে হলে প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীকে সুসংগঠিত হতে হবে।
নাজিরপুরের মাটি ও মানুষের অধিকার রক্ষায় বিএনপি সর্বদা পাশে আছে এবং আগামী নির্বাচনে সাধারণ মানুষের ভোটে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে। এ সময় নাজিরপুর উপজেলার ৯টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
