More

    গণভোট বিষয়ে নারীদের সচেতনতাবৃদ্ধিতে উঠান বৈঠক

    অবশ্যই পরুন

    বেতাগী (বরগুনা) প্রতিবেদক: বরগুনার বেতাগীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে গণভোট বিষয়ে নারীদের নিয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রচার-প্রচারণা জোরদারের অংশ হিসাবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে উপজেলার মোকামিয়া বাজার সংলগ্ন নারীদের এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন,সহকারী রিটানিং অফিসার ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হাসেন।

    সহকারী রিটানিং অফিসার ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন বলেন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জনসচেতনতার কোনো বিকল্প নেই। এক্ষেত্রে সমাজে নৈতিকতা ও সচেতনতা গড়ে তুলতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

    তাই আপনাদের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হলে গণভোট ও নির্বাচনে জনগণের অংশগ্রহণ আরও বাড়বে। এ সময় ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ, গুজব এড়িয়ে চলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মাদারীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থীর কবর জিয়ারত ও মতবিনিময়

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান তালুকদার খোকন নির্বাচনী প্রচারণার...