More

    কাঁঠালিয়ায় বসতঘর পুড়ে ছাই: দিশেহারা ভুক্তভোগী হাকিম হাওলাদার

    অবশ্যই পরুন

    কাঠালিয়া প্রতিনিধি,মো: মেহেদী হাসান: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার লতাবুনিয়া সৈয়দপুর কচুয়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসতঘর। এতে মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েছে ভুক্তভোগী একটি পরিবার।

    স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাতে লতাবুনিয়া গ্রামের বাসিন্দা হাকিম হাওলাদারের বাড়িতে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই পুরো ঘরটি ভস্মীভূত হয়ে যায়। ঘটনার সময় ঘরের ভেতরেই অবস্থান করছিলেন হাকিম হাওলাদার ও তার স্ত্রী। তবে তারা অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পারলেও ঘরের কোনো আসবাবপত্র রক্ষা করতে পারেননি।

    ভুক্তভোগী পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার এবং অতি প্রয়োজনীয় দলিলসহ গুরুত্বপূর্ণ সব কাগজপত্র পুড়ে গেছে। এতে তাদের আনুমানিক ১৫ থেকে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    এলাকাবাসীর ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে। বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় দিন কাটছে পরিবারটির।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে সাবেক কাউন্সিলরের অফিস দখল করে বিএনপির কার্যালয়

    বরিশাল সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের অফিস দখল করে কার্যালয় গড়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে ওই...