More

    বরিশালে তিন জেলেকে জরিমানা, পোড়ানো হল কারেন্ট জাল

    অবশ্যই পরুন

    বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের দায়ে তিন জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) অভ্র জ্যোতি বড়াল এই জরিমানা করেন। দণ্ডিতরা হলেন- উপজেলার বাউশিয়া এলাকার জেলে জয়নাল আবেদীন, ধুলখোলা এলাকার শাকিল রাঢ়ি ও একই এলাকার বাসিন্দা লোকমান ঢালী।

    উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধে বিশেষ অভিযান চলছে। মেঘনা নদীতে অবৈধ জাল দিয়ে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক এবং তাদের কাছ থেকে ৬০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত তিন জেলের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছে। জেলেরা জরিমানা ও মুচলেকা দিয়ে মুক্ত হয়েছেন।

    উদ্ধার করা জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। অভিযানের আওতায় থাকা জেলাগুলো হল- বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, চাঁদপুর, নোয়াখালী, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, কক্সবাজার, চট্টগ্রাম, শরীয়তপুর, মাদারীপুর, লক্ষ্মীপুর, মুন্সীগঞ্জ এবং ফেনী। চার ধাপে এ অভিযানের প্রথম দফায় ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি শেষ হয়েছে। দ্বিতীয় দফায় শুরু হবে ১৬ জানুয়ারি।

    চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। তৃতীয় দফায় ৩১ জানুয়ারি শুরু হয়ে চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এবং চতুর্থ দফায় ১৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অভিযান হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশুর অবস্থা সংকটাপন্ন, চমেকের আইসিইউতে ভর্তি

    কক্সবাজারের টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তাকে ভর্তি রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে। শিশুটির চাচা...