মোঃ সিয়াম খান : পিরোজপুর জেলার কাউখালী উপজেলা থেকে আসা একটি কলেজ ছাত্র-ছাত্রীকে ঝালকাঠির ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান বাজার সংলগ্ন সরিষা ক্ষেতে অসামাজিক কার্যকলাপ করার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়েছে। ঘটনাটি ঘটেছে আজ দুপুর ১টার দিকে।
স্থানীয়রা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথায় অমিল পাওয়া যায়, যা ঘটনাকে আরও রহস্যময় করে তোলে। পরে উভয়পক্ষের অভিভাবকরা এসে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের নিয়ে যান।
স্থানীয় সূত্র জানায়, ওই যুবক-যুবতী পিরোজপুর কলেজের শিক্ষার্থী। তারা নিজেদের পরিচয় দিতে গিয়ে বলেন, তাদের বাড়ি পিরোজপুর জেলার কাউখালী উপজেলায়। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় তাদের বক্তব্যে অসঙ্গতি দেখা যায়। মেয়েটি স্থানীয়দের জানায়, তারা বিয়ে করার উদ্দেশ্যে এখানে এসেছে।
অথচ ছেলেটি বিয়ের কথা অস্বীকার করে বলে, তারা শুধু ঘুরতে এসেছে। এরপর মেয়েটি স্থানীয়দের কাছে অনুরোধ করে যেন ছেলেটির সঙ্গে তার বিয়ে পড়িয়ে দেওয়া হয়।
স্থানীয়রা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে অভিভাবকদের খবর দেন। মেয়েটি তখন স্থানীয়দের কাছে অনুরোধ করে যেন তার পরিবারকে বিষয়টি না জানানো হয় এবং এখান থেকেই বিয়ে পড়িয়ে দেওয়া হোক। তবে স্থানীয়রা অভিভাবকদের অবহিত করার সিদ্ধান্ত নেন।
পরবর্তীতে উভয়পক্ষের অভিভাবকরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা যুবক-যুবতীর বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের নিজ নিজ বাড়িতে নিয়ে যান। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা যুবসমাজের জন্য উদ্বেগজনক এবং অভিভাবকদের আরও সচেতন হওয়া দরকার।
