মাদারীপুর কালকিনি উপজেলার কালকিনি কেন্দ্রীয় মসজিদ ফাজিল মাদ্রাসা সংলগ্ন ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারের নামে বিদ্যালয়ের মাঠে বিপুল পরিমাণ বালু ভরাট করে ফেলে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে বালু অপসারণ না করায় বিদ্যালয়ে অধ্যয়নরত কোমলমতি শিশুদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাঠে খোলা অবস্থায় বালু পড়ে থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা ও চলাফেরার সময় বালুতে পড়ে গিয়ে আহত হচ্ছে। বিশেষ করে ছোট শিশুদের চোখে, নাকে ও মুখে বালু ঢুকে নানা স্বাস্থ্যঝুঁকি দেখা দিচ্ছে। অনেক অভিভাবক অভিযোগ করেন, বালুর কারণে শিশুদের হাঁটতে কষ্ট হচ্ছে এবং ত্বকে চুলকানি ও অ্যালার্জির মতো সমস্যাও দেখা দিচ্ছে।

বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের ভাষ্য অনুযায়ী, সংস্কার কাজ শেষ হলেও বালু দ্রুত সরিয়ে নেওয়া হয়নি। ফলে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা পরিবেশ ব্যাহত হচ্ছে। মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ায় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা মনে করছেন।
এ বিষয়ে স্থানীয় অভিভাবকরা দ্রুত বালু অপসারণ করে মাঠ সমতল করার দাবি জানিয়েছেন। তারা বলেন, “স্কুল সংস্কার অবশ্যই প্রয়োজন, কিন্তু তার নামে শিশুদের ঝুঁকির মুখে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে এবং শিশুদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করবে।
