More

    নাজিরপুরে শতবর্ষী পিঠা উৎসব অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    প্রান্ত মিস্তী, নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী শতবর্ষী চিতই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা থেকে শুরু হয়ে সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত এই উৎসব চলে।

    উপজেলার সদর ইউনিয়নের কুমারখালী বাজার সংলগ্ন দেবলাল চক্রবর্তীর বাড়িতে আয়োজিত এই উৎসবে প্রচণ্ড শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সের হাজারো নারী-পুরুষ অংশগ্রহণ করেন। উৎসবটি হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজনে হলেও স্থানীয় বিভিন্ন ধর্মের মানুষ এই অনুষ্ঠান উপভোগ করতে সেখানে ভিড় জমান।

    সরেজমিনে দেখা যায়, মন্দিরের সামনের একটি মাঠে সারি করে ১০৮টি মাটির চুলা তৈরি করা হয়েছে। চুলার ওপর সাজানো ছিল চিতই পিঠা তৈরির মাটির সাজ। পাশেই বাজানো হচ্ছিল ঢোল- ঢাক। মন্দিরের পুরোহিত প্রতিটি চুলায় পর্যায়ক্রমে লোহার পাত দিয়ে আঘাত, পুষ্প অর্পণ এবং অগ্নিসংযোগের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন। এসময় উপস্থিত নারীরা উলুধ্বনি দিয়ে উৎসবের শুরু করেন।

    দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন বয়সের নারীরা এই ১০৮টি চুলায় পিঠা তৈরিতে অংশ নেন। উৎসব কমিটি পিঠা তৈরির উপকরণ হিসেবে চালের গুঁড়োর গোলা সরবরাহ করেন। এছাড়া কালী মন্দিরের সামনের একটি বড় বটগাছের ওপরেও পিঠা তৈরি হতে দেখা যায়।

    উৎসবে অংশ নেওয়া বরিশাল থেকে আসা মিতু সরকার জানান, বিয়ের পর সন্তান লাভের কামনায় এই মন্দিরে তিনি মানত করেছিলেন। স্রষ্টার কৃপায় পুত্র সন্তান লাভ করায় তিনি আজ উৎসবে যোগ দিতে এসেছেন।

    বাগেরহাটের কচুয়া থেকে আসা সঞ্জিব মন্ডল বরিশাল ডট নিউজকে জানান, দাম্পত্য জীবনের চার বছর পর মানত করে কন্যাসন্তান লাভ করায় তারা সপরিবারে এখানে এসেছেন।

    কালী মন্দিরের পুরোহিত দেবলাল চক্রবর্তী বরিশাল ডট নিউজকে জানান, শত বছরের বেশি সময় ধরে প্রতি বছর মাঘের অমাবস্যা তিথিতে এই চিতই পিঠা উৎসব হয়ে আসছে। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা তাদের মনোবাসনা পূর্ণ করতে বা মানত পূর্ণ হওয়ায় এই উৎসবে সমবেত হন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

    বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে এ সভা...