বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ, সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ এবং অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস।

সভায় জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান এবং কমিউনিটি রেডিও লোকবেতারের পরিচালক মনির হোসেন কামালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, আইনশৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং সরকারি সেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের অগ্রগতি তুলে ধরেন এবং বিদ্যমান সমস্যার কথা সভায় উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে আন্তঃদপ্তর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পসমূহ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। তিনি বলেন, জেলার সার্বিক উন্নয়নে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
