More

    বরিশালের বধ্যভূমি এলাকায় কলেজছাত্র ও তার বান্ধবীকে হয়রানি ও চাঁদা আদায়ের অভিযোগ

    অবশ্যই পরুন

    বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ (বধ্যভূমি) এলাকায় এক কলেজছাত্র ও তার বান্ধবীকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় ও অশালীন ভাষায় হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে।

    ভুক্তভোগী শিক্ষার্থী জানান, গত ২৯ নভেম্বর ২০২৫ ও সর্বশেষ ২১ জানুয়ারি ২০২৬ তারিখে তিনি ও তার বান্ধবী বধ্যভূমি এলাকায় অবস্থানকালে কয়েকজন ব্যক্তি তাদের বিরুদ্ধে “অসামাজিক কার্যকলাপের” মিথ্যা অভিযোগ তোলে। একপর্যায়ে ওই যুবকরা ভিডিও ধারণ করে ভাইরাল করার হুমকি দেয়, মারধরের ভয় দেখায় এবং ভুক্তভোগীর বান্ধবীর উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ও অশালীন ভাষায় কথা বলে।

    অভিযোগে বলা হয়, প্রথম ঘটনায় তাদের কাছ থেকে ১০০ টাকা এবং দ্বিতীয় ঘটনায় জোরপূর্বক ৫০০ টাকা আদায় করা হয়। এছাড়া অভিযুক্তরা নিজেদের প্রভাবশালী দাবি করে পুলিশ বা প্রশাসনকে ভয় পায় না বলেও হুমকি দেয়।

    ভুক্তভোগীর ভাষ্যমতে, একপর্যায়ে তারা ৯৯৯ নম্বরে ফোন করলে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়। পরে তারা থানায় গিয়ে একটি জিডি করেন। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে ফোনালাপের অডিও রেকর্ডও তাদের কাছে সংরক্ষিত রয়েছে বলে দাবি করেন তিনি।

    এ বিষয়ে কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

    ভুক্তভোগীর নিরাপত্তার কথা বিবেচনায় তার পরিচয় গোপন রাখা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    হাদির পরিবারকে ২ কোটি টাকা দিচ্ছে সরকার

    গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির পরিবারকে দুই কোটি টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ...