More

    হাদির পরিবারকে ২ কোটি টাকা দিচ্ছে সরকার

    অবশ্যই পরুন

    গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির পরিবারকে দুই কোটি টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, হাদির পরিবারকে ফ্ল্যাটের জন্য এক কোটি টাকা দিচ্ছে অর্থ মন্ত্রণালয়।

    বাকি এক কোটি টাকা তাদের জীবিকা নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার তহবিল থেকে দেওয়া হবে। পে কমিশনের বিষয়ে তিনি বলেন, কিছুক্ষণের মধ্যে পে কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। এর বাইরে আর কিছু বলতে চাই না।

    এসময় পদ্মা সেতুর জন্য চালের দাম ২০ টাকা বেড়েছে বাণিজ্য উপদেষ্টার এমন মন্তব্যের বিষয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি অর্থ উপদেষ্টা। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান বিন হাদি।

    এরপর ছয়দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    প্রতিশ্রুতি ছিল, বাস্তবায়ন নেই: মঠবাড়িয়ার দীর্ঘ ১৫ বছরের দুর্ভোগ

    মোঃ রোকনুজ্জামান শরীফ :  এটি কোনো ব্যক্তিগত গল্প নয়। এটি কোনো একক গ্রামের আর্তনাদও নয়। এটি দক্ষিণ বাংলার এক...