More

    বরিশালে হাতপাখার প্রচার শুরু করলেন ফয়জুল করীম

    অবশ্যই পরুন

    বরিশাল সদর ও বাকেরগঞ্জ আসনে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১২টায় নগরীর আগরপুর রোডে বরিশাল প্রেস ক্লাবের সামনে থেকে এ প্রচার শুরু করেন তিনি।

    প্রচার শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় মুফতি ফয়জুল করীম দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসলাম শান্তির জন্য। শান্তির দেশ এবং দুর্নীতিমুক্ত দেশ গড়তে ইসলাম এবং কোরআন-সুন্নাহর পক্ষে হাতপাখায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। নেতাকর্মীদের উদ্দেশ্যে ফয়জুল করীম বলেন, অক্লান্ত পরিশ্রম করতে হবে। আর অল্পকিছু দিন বাকি আছে। আগামী ১২ তারিখ হাত পাখার বিজয়ের পরেই বিশ্রামে যাবো।

    তার আগ পর্যন্ত আমরা বিশ্রামে যাব না। আমরা সব সময় হাতপাখার প্রতীক নিয়ে সবাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সভা শেষে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন মুফতি ফয়জুল করীম।

    তিনি নগরীর সদর রোড এলাকায় হাতপাখার লিফলেট বিতরণ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড

    গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর রাতে হাসপাতালের...