বরিশালের উজিরপুর উপজেলার ভবানীপুর গ্রামে নবম শ্রেনির এক স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২২ মে) এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ভবানীপুর গ্রামের নবম শ্রেনি পড়–য়া নন্দীতার (ছদ্মনাম) সাথে একই বাড়ীর মজিবর বেপারীর ছেলে রানা বেপারীর গত চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২ বছর ধরে বিভিন্ন সময়ে রানা বেপারী ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে আসছিলো। সম্প্রতি ওই স্কুল ছাত্রী রানাকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে গত দুই দিন ধরে রানা বিভিন্ন তালবাহানা করে মঙ্গলবার (২১ মে) রাতে বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার ওই স্কুল ছাত্রীর মা বকুল বেগম বাদি হয়ে বখাটে রানা বেপারির বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, ‘এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।’