More

    উজিরপুরে স্কুল ভবনে জমি দিয়ে বিপাকে দিনমজুর পরিবার

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর বন্দর সংলগ্ন জয়শ্রী-মুন্ডপাশা মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখার চারতলা ভবনের জন্য বিনামূল্যে জমি দিয়ে বিপাকে পরেছে একটি দিনমজুর পরিবার। জয়শ্রী-মুন্ডপাশা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন দিনমজুর শাহজাহান বেপারীর স্ত্রী মুকুল বেগম জানান, গত চার মাস পূর্বে জয়শ্রী-মুন্ডপাশা মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখার চারতলা ভবনের জন্য জায়গা সংকুলান না হওয়ায় স্কুলের স্বার্থে তার স্বামী এক শতক জমি ভবনের জন্য ছেড়ে দেয়। এরপর স্কুলের ভবনের নির্মান কাজ শুরু করা হয়। গত কয়েকদিন পূর্বে তার (মুকুল) বসতঘরের পাশর্^বর্তী টিপু মৃধা নামের এক প্রবাসী স্কুলের পিছনের অংশের বেজমেন্টের উপর কলম নির্মান করে তাদের চলাচলের একমাত্র পথ বন্ধ করে ব্যক্তিগত ভবন নির্মানের কাজ শুরু করে। এনিয়ে স্থানীয়দের বাঁধার মুখে ভবন নির্মানের কাজ বন্ধ রাখে টিপু। গত কয়েক দিন যাবত স্থানীয় প্রভাবশালী মোবারক মৃধার নেতৃত্বে স্কুল ম্যানেজিং কমিটির কতিপয় অসাধু সদস্যদের নিয়ে পূনরায় একই জায়গা থেকে কাজ শুরু করা হয়। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ২৫ মে সন্ধ্যায় উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারের সরনাপন্ন হলে তার (মুকুল) বেগমের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত টিপু মৃধার ভবনের কাজ বন্ধ রাখার মৌখিক নির্দেশ প্রদান করেন সহকারী পুলিশ সুপার। কিন্তু রবিবার সকালে তাদের চলাচলের একমাত্র পথ বন্ধ করে পূনরায় কাজ শুরু করে প্রভাবশালী টিপু মৃধা। এঘটনায় থানায় টিপু মৃধা, মোবারক মৃধাসহ আরও কয়েকজনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগি পরিবার। সমস্যা সমাধানের জন্য ভুক্তভোগি পরিবারটি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে রাতের আধাঁরে সরকারি গাছ কাটা সেই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

    অনলাইন ডেস্ক: রাতের আধাঁরে সরকারি গাছ কাটার ঘটনায় বরিশালের গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম রোকনকে কারণ...