More

    উজিরপুরে পুকুর থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় মিলেছে

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরে পুকুর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা ব্যক্তির লাশের পরিচয় পাওয়া গেছে  । তার নাম মোঃ নজরুল ইসলাম চৌধুরী (৪৮)। সে কুমিল্লা জেলার সালধর এলাকার বাসিন্দা মৃত রুকুমিয়া ছেলে এবং নারায়নগঞ্জের স্বর্ন ব্যবসায়ী। শনিবার (০৮ জুন) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে ওই ব্যবসায়ীর লাশটি তার ছেলেসহ স্বজনরা সনাক্ত করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন। তিনি (এসআই) নিহতর স্বজনদের বরাত দিয়ে জানান, ব্যবসায়ী নজরুল দীর্ঘ ২০ থেকে ২৫ বছর ধরে নারায়নগঞ্জ জেলার বাবুরাইল এলাকায় বাসা ভাড়া করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছিলেন এবং সেখানে চৈতি জুয়েলার্স নামের তার একটি স্বর্ণের দোকান রয়েছে। নিহতর বড়ভাই সুলতান জানান, নজরুল গত রোববার (০২ জুন) সকালে বাসা থেকে দোকানের ৫০ হাজার টাকা ও বেশকিছু স্বর্ণ ও রুপার অলংকার নিয়ে বের হয়। এরপর থেকে তিনি নিঁখোজ থাকলে সোমবার (৩ জুন) ছেলে মুন্না চৌধুরী স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে পুলিশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নজরুলের  মোবাইলের সর্বশেষ অবস্থান বরিশালের উজিরপুর পায় এবং সেখানে ঈদের দিন সন্ধান চালানো হলেও কোন খোঁজ মেলেনি। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।  উল্লেখ্য, গত শুক্রবার (৭ জুন) বিকেল ৫টার দিকে উজিরপুর উপজেলার মুগাকাঠি গ্রামের ভরতেরপাড় এলাকার একটি পুকুর থেকে নজরুলের অর্ধগলিত লাশটি উদ্ধার করে পুলিশ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...