বরিশালের উজিরপুরে জাতীয় কণ্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে এবং গার্লস অ্যাডভোকেসি এ্যালায়েন্স ও প্লান ইন্টারন্যাশনালের সহযোগীতায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) সকালে উজিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে “সকল ক্ষেত্রে যৌন হয়রাণী প্রতিরোধে সমন্বিত আইন প্রণয়নের প্রয়োজনীয়তা” শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় কণ্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের উজিরপুর উপজেলা ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ জহির খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু। এছাড়া জাতীয় কণ্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের যুগ্ম সাধারন সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক সরদার সোহেল এর স ালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা জাতীয় কন্যা শিশু এ্যাডভোকেসি ফোরামের সাধারন সম্পাদক ও দি হাঙ্গার প্রোজেক্টের বরিশাল জেলা সমন্বয়কারী মেহের আফরোজ মিতা, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও জাতীয় কণ্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের গৌরনদী উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উজিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমা-ার আকরাম হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জাতীয় কন্যা শিশু এ্যাডভোকেসি ফোরাম উজিরপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক সাকিল মাহমুদ আউয়াল, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ নরুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক বাসুদেব পাড়–য়া, দপ্তর সম্পাদক সৈয়দ মাহমুদ সবুজ প্রমূখ। সভায় বিভিন্ন সরকারি, বেসরকারি কর্মকর্তা, এনজিও এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।