More

    আগৈলঝাড়ায় করোনা আতঙ্কে বাড়ির মধ্যে ঢুকতে বাঁধা দেয়ায় হামলা। আহত ৪জন।

    অবশ্যই পরুন

    করোনা আতঙ্কে বাড়ির ভিতরে ফেরি করে দুধ বিক্রয় করতে মানা করায় বরিশালের আগৈলঝাড়ায় এক হিন্দু পরিবারের উপর হামলা চালিয়ে ৪জনকে আহত করেছে ওই ফেরিওয়ালার দুই পুত্র ও তার লোকজন। চিকিৎসার জন্য হাসপাতালে যেতে চাইলে পথ অবরোধ করে পুনরায় মারধর ও প্রাননাশের হুমকী। আহতদের আগৈলঝাড়া থানা পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। আহত ও এলাকাবসী সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম সুজনকাঠি (মল্লিক বাড়ী) গ্রামের দুধ বিক্রেতা হারুন মল্লিককে গত বৃহস্পতিবার বাড়ির ভেতরে ঢুকে ফেরী করে দুধ বিক্রয় করতে গেলে তাকে নিষেধ করে ওই এলাকার রমেশ চন্দ্র করের স্ত্রী অঞ্জলী কর। এতে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র নিয়ে গতকাল শুক্রবার সকালে দুধ বিক্রেতা হারুন মল্লিককের দুই পুত্র হাচান মল্লিক (৩২) ও তার ছোট ভাই হাবিব মল্লিক (৩০) লোকজন নিয়ে অঞ্জলী করের বাড়িতে হামলা চালায়। এসময় তাদের ঘরে ঢুকে মারধর করে ওই পরিবারের অঞ্জলী কর (৫০), ও তার পুত্রবধূ ঝর্নাকর (৩০), পুত্র প্রভাত কর (২৭)কে আহত করে। এছাড়াও তার বড় পুত্র সাংবাদিক অমিয় কর’কে মারধর করে আহত করে। এসময় হামলাকারীরা অঞ্জলী কর এর গলায় থাকা স্বর্নের চেইন ও প্রভাত কর এর গলায় থাকা স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। এসময় ঝর্না কর’কে জোর করে তুলে নিতে চাইলে ওই পরিবারের ডাক-চিৎকারে এলাকার লোকজন এসে তাদের উদ্ধার করে। ওই সময় হামলাকারীরা পালিয়ে গেলেও আহতরা চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে রওনা দিলে পথে মধ্যে তাদের আটক করে পুনরায় মারধর করতে থাকে। পথে হামলাকারীদের দেখেই সাংবাদিক অমিয় কর আগৈলঝাড়া থানায় ফোন করে জানালে এসআই মোক্তার হোসেন ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। হামলাকারীরা পুলিশের সামনে তাদের প্রাননাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। আহতদের আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় সাংবাদিক অমিয় কর থানায় অভিযোগ দায়ের করেন। এঘটনায় থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...