More

    গৌরনদীতে দুইটি ব্যাবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের জরিমানা ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী উপজেলায় বিভিন্ন বাজারে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ,গণসচেতনতা ও লকডাউন  কার্যকর  করতে   আজ  সকাল ১০ ঘটিকা হতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় গৌরনদী উপজেলার বন্দর বাজার, সরিকল বাজার, হোসনাবাদ বাজার ও টরকী বন্দর বাজার  এলাকায়  মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ,করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা ও লকডাউন কার্যকর কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন । এ সময় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে   সেখানে জনসচেতনতা সৃষ্টি করা হয় করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা প্রদান করা হয়।  এছাড়া বিভিন্ন স্থানে টিসিবি এর ওএমএস কার্যক্রম তদারকি করা হয়।
    পাশাপাশি সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয়েছে এবং এ আদেশ অমান্যাকরীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়।
    আজ অভিযান চলাকালে  জনসমাগম করে সামাজিক দূরত্ব নিশ্চিত না করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে সরিকল বাজারে  ২ টি দোকানে মোট ৬০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় গৌরনদী থানা পুলিশের উপ পরিদর্শক  সহ একটি টিম উপস্থিত ছিলো। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন  জানান জনস্বার্থে মোবাইল কোর্ট  ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে প্রসূতি নারীর মৃত্যু: চিকিৎসা অবহেলার অভিযোগ স্বামীর

    বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত নারীর নাম তানজিলা আক্তার, তিনি...