বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে একদিনে ৩ জনের বিষপানে আত্মহত্যার চেষ্টা। মুমূর্ষ অবস্থায় ১জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার উপজেলার কালুপাড়া গ্রামের সেলিম খলিফার ছেলে রিয়াজ খলিফা (১৮) পারিবারিক কলহের কারনে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। অন্যদিকে একইদিন উপজেলার ফুল্লশ্রী গ্রামের আব্দুল বারেকের মেয়ে সাবিনা বেগম (২৮) পারিবারিক কলহের কারনে বিষপানে আত্মহত্যার চেষ্টা। এছাড়া উপজেলার কুড়ালিয়া গ্রামের রবিন্দ্রনাথ রায়ের মেয়ে রঞ্জনা রায় (১৮) পারিবারিক কলহের কারনে বিষপানে আত্মহত্যার চেষ্টা। তাদের ৩জনকেই উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে রিয়াজ খলিফাকে মুমূর্ষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।