More

    বরিশালে কৃষকের ধান কেটে মাড়াই করে দিলো উপজেলা ছাত্রলীগ

    অবশ্যই পরুন

    বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হলেও করোনা আতঙ্কে ধানকাটা শ্রমিক সংকট যখন তীব্র দেখা দেয়ায় ঠিক সেই সময়ে ক্ষেতের পাকা ধান কেটে ঘরে তুলতে সাহায্য করছে উপজেলা ছাত্রলীগের কর্মীরা।

    বিগত বছরগুলোতে দেশের বিভিন্ন জেলা থেকে ধান কাটার জন্য প্রচুর শ্রমিক এখানে আসলেও এবছর করোনা সংক্রমনের কারনে গণপরিবহন বন্ধ থাকায় ও করোনা আতঙ্কে শ্রমিক আসছে কম। এদিকে মাসব্যাপি লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়ায় কৃষকেরা দৈনিক শ্রমিক দিয়ে ধান কাটতে না পারায় পড়েছে চরম বিপদে। কৃষকের এই বিপদের সময় তাদের পাশে এসে দাড়িয়েছে ছাত্রলীগ কর্মীরা।

    আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কান্দিরপার এলাকার চাষী আনিচ সরদারের এক একর জমির ধান কাটতে তার পাশে দাড়িয়ে ধান কেটে দিলেন ছাত্রলীগের কর্মীরা।

    ছাত্রলীগ কর্মী সঞ্জয় বাড়ৈর মুঠো ফোনে জানান, ২০/২৫ জন কর্মী জমির কাদা-পানি উপেক্ষা করে ধান কাটার কাজে অংশ নিয়ে প্রায় এক কিলোমিটার দূরে কৃষক আনিচ সরদারের বাড়িতে মাথায় করে কাটা ধান বাড়ি পৌঁছে দিয়ে মারাই করে দিয়েছেন তারা।

    কৃষক আনিচ সরদারের জানান, ধান কাটা শ্রমিক না পেয়ে চরম সমস্যার মধ্যে থাকায় জমিতেই তার পাকা ধান নষ্ট হয়ে যাচ্ছিল। স্থানীয় ছাত্রলীগের কর্মীরা তার ধান কেটে না দিলে পাকা ধান ক্ষেতেই নষ্ট হয়ে যেতো। এজন্য তিনি তাদের কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...