More

    বরিশালে বাস চলাচলের বিষয়ে সিদ্ধান্ত আজ

    অবশ্যই পরুন

    বরিশাল, ৩০ মে – বরিশালের আন্ত:জেলা রুটে বাস চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি জেলা বাস মালিক গ্রুপ। ৩১ মে থেকে বাস চলাচলের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে শনিবার আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার দে জানান, সরকার সীমিত পরিসরে গণপরিবহন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে পরিবহন চলাচলে স্বাস্থ্যবিধি মানার বিষয়টিও রয়েছে। এই সব মিলিয়ে আমরা বাস চালাবো কিনা সেই বিষয়ই শনিবার বেলা ১১টায় মিটিং ডাকা হয়েছে। আর সেখান থেকেই সিদ্ধান্ত নেয়া হবে বরিশালে বাস চলাচলের বিষয়ে।

    এদিকে টানা ২ মাসেরও বেশি সময় ধরে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে করে বরিশালে হাজার হাজার পরিবহন শ্রমিক বেকার হয়ে পরেছে। এমতাবস্থায় লোকসান হলে অনেক মালিকই বাস চালাতে রাজি হচ্ছেন না বলে নিশ্চিত হওয়া গেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...