বরিশাল, ৩০ মে – বরিশালে আরও ৯ পুলিশ সদস্যসহ ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩০ জনে।
শুক্রবার রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, আক্রান্তদের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৯ জন ও পুলিশ পরিবারের ১ জন, বাকেরগঞ্জ উপজেলার ২ জন, বানারীপাড়া উপজেলার ১ জন, বরিশাল নগরীর চাঁদমারি এলাকার ৩ জন, রুপাতলী এলাকার ২ জন এবং আলেকান্দা, আমতলা, ভাটিখানা, নাজির মহল্লা এলাকার প্রত্যেকটিতে একজন করে রয়েছেন।
এদিকে শুক্রবার করোনা আক্রান্তদের মধ্যে কেউ সুস্থ হয়নি।
অপরদিকে প্রতিদিনই পুলিশ সদস্যদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এই নিয়ে বরিশাল মেট্রোপলিটন মিলিয়ে জেলায় ৫৪ জন পুলিশ সদস্য করোনা সংক্রমিত হয়েছেন।