More

    গৌরনদীতে নিষিদ্ধ পিরানহা বিক্রির দায়ে জরিমানা

    অবশ্যই পরুন

    নিষিদ্ধ ‘মানুষখেকো’ পিরাহনা মাছ বিক্রির সময় বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজারে শনিবার সকালে মাছসহ এক ব্যবসায়ীকে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা।

    ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, সকালে বাকাই বাজারে অভিযানের সময় নিষিদ্ধ পিরহান মাছ বিক্রির দায়ে মাছ ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর মাতুব্বরকে (৪৫) আটক করে। এ সময় প্রায় ২০ হাজার টাকার পিরহান মাছ জব্ধ করে। আটককৃত মাছ ব্যবসায়ী পার্শ্ববর্তী কালকিনি উপজেলার বনগ্রামের লাল মতিন মাতুব্বরের পুত্র। ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজার উপস্থিতিতে জব্ধকৃত মাছ গুলো কেরাসিন মেখে বিনষ্ট করে মাটি চাপা দেয়া হয় ও মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর মাতুব্বরকে ৫ হাজার টাকা জরিমানা করে সর্তক করে দেন।

    এ সময় উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সহকারী মোঃ শিপন ও গৌরনদী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মঠবাড়িয়ায় বাবাকে হত্যার দায়ে ছেলে গ্রেফতার

    পিরোজপুরের মঠবাড়িয়ার কে এম লতীফ ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিনকে হত্যার দায়ে ছেলে রিয়াজ উদ্দিন (৪২)কে গ্রেফতার করেছে থানা...