নিষিদ্ধ ‘মানুষখেকো’ পিরাহনা মাছ বিক্রির সময় বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজারে শনিবার সকালে মাছসহ এক ব্যবসায়ীকে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, সকালে বাকাই বাজারে অভিযানের সময় নিষিদ্ধ পিরহান মাছ বিক্রির দায়ে মাছ ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর মাতুব্বরকে (৪৫) আটক করে। এ সময় প্রায় ২০ হাজার টাকার পিরহান মাছ জব্ধ করে। আটককৃত মাছ ব্যবসায়ী পার্শ্ববর্তী কালকিনি উপজেলার বনগ্রামের লাল মতিন মাতুব্বরের পুত্র। ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজার উপস্থিতিতে জব্ধকৃত মাছ গুলো কেরাসিন মেখে বিনষ্ট করে মাটি চাপা দেয়া হয় ও মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর মাতুব্বরকে ৫ হাজার টাকা জরিমানা করে সর্তক করে দেন।
এ সময় উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সহকারী মোঃ শিপন ও গৌরনদী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।